Nowhata Women's Degree College, Paba, Rajshahi Logo

প্রতিষ্ঠান পরিচিতি

বিশিষ্টি শিক্ষাবিদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আব্দুস সালাম আল-মাদানী, প্রতিষ্ঠাতা সদস্য। ২. সরকারি ল্যাব্রোটরি উচ্চ বিদ্যালয়ের সহকারী মাওলানা মোহাম্মদ আশরাফ আলী খান, প্রতিষ্ঠাতা সদস্য। ৩. জনাব মো: এইচ.এইচ.এম. সাঈদ, প্রতিষ্ঠাতা সদস্যদের ঐকান্তিক নিরলস, নিস্বার্থ প্রচেষ্টা, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আমাতুন মুজাহিদ, শিক্ষক মন্ডলী ও মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দের সুচিন্তিত পরামর্শ এবং এলাকাবাসী ও রাজশাহীসহ দেশের বরেণ্য দাতা ব্যক্তিগনের অর্থায়নে মাদ্রাসাটি ১৯৭৯ সালে প্রতিষ্ঠার কাজ শুরু হয়। ১৯৯১ সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক দাখিল (সাধারণ বিভাগ) খোলার অনুমতি লাভ করে। মহান আল্লাহ পাকের অশেষ রহমতে প্রফেসর ড. মোহাম্মদ আব্দুস সালাম আল-মাদানী তাঁর একক যোগ্যতা ও প্রচেষ্টায় ০১-০১-১৯৯৪ খ্রিষ্টাব্দে দাখিল স্তরের এম.পি.ও ভূক্ত হয়। প্রতিষ্ঠাতা সদস্যদের ও অধ্যক্ষ সাহেবার আন্তরিক প্রচেষ্টায় ১৯৯৮ সালে আলিম (এইচ.এস.সি) সাধারণ বিভাগ খোলার অনুমতি লাভ করে। ০১-০৫-২০০৪ খ্রি. সালে আলিম এমপিও ভূক্ত হয়। মাদ্রাসাটি প্রতিষ্ঠার উদ্দেশ্য হচ্ছে দ্বীনী ইলম সহ অত্যাধুনিক প্রযুক্তিতে বিভিন্ন বিষয়ে শিক্ষা দিয়ে মেয়েদের বিশ্বমানের যোগ্যতা সম্পন্ন করে গড়ে তোলা, যাতে সারা দেশে-বিদেশে সরকারি ও বেসরকারি উচ্চ পদে প্রতিষ্ঠিত হয়ে আল্লাহর নির্দেশিত পথে মানবজাতিকে পরিচালিত করতে পারে এবং দেশকে জ্ঞান-বিজ্ঞানে এগিয়ে নিতে পারে। অত্র রাজশাহী মহিলা আলিম মাদ্রাসাটি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। বলিষ্ঠ কমিটি ও যোগ্য শিক্ষিকা মণ্ডলীর মাধ্যমে মাদ্রাসাটি প্রায় ৪০ বৎসর যাবত পরিচালিত হয়ে আসছে। এখানে শিশু হতে আলিম শ্রেণী পর্যন্ত মোট ১২টি ক্লাশে প্রায় চার শতাধিক ছাত্রী পড়াশুনা করে। সকল ছাত্রীকে বিনা বেতনে ও বিনা মূল্যে বই দিয়ে পাঠদান করানো হয়। অত্র মাদ্রাসার ৫ম, ৮ম, দাখিল, আলিম শ্রেণীর ছাত্রীরা বোর্ড পরীক্ষায় প্রায় প্রতি বছরই শতভাগ পাশ করে থাকে। মাদ্রাসায় একটি লিল্লাহ বোর্ডিং চালু আছে। যেখানে প্রায় শতাধিক ছাত্রীর ফ্রি থাকা-খাওয়ার ব্যবস্থা আছে।

প্রতিষ্ঠানের ধরন

প্রতিষ্ঠানের স্তর: আলিম

মাধ্যমিক/দাখিল গ্রুপ: সাধারণ

উচ্চ মাধ্যমিক/আলিম গ্রুপ: সাধারণ

প্রতিষ্ঠার তারিখ

তারিখ: 01/01/1979

অতিরিক্ত তথ্য

প্রতিষ্ঠানটিতে ইংরেজি ভার্সনে পাঠদান হয় কি?: না

সংযুক্ত ইবতেদায়ী স্তর আছে কি?: হ্যাঁ

স্বীকৃতি সংক্রান্ত তথ্য

আলিম স্বীকৃতির মেয়াদবৃদ্ধি (নবায়ন): 01-07-2025 হতে 30-06-2028 পর্যন্ত

কমিটি সংক্রান্ত তথ্য

এডহক কমিটির মেয়াদ: 04-05-2025 হতে 03-11-2025 পর্যন্ত

Principal of Rajshahi Women's Alim Madrasah

মোহাম্মদ আব্দুল মজিদ

অধ্যক্ষ মহোদয়
রাজশাহী মহিলা আলিম মাদ্রাসা বোয়ালিয়া, রাজশাহী

Principal of Rajshahi Women's Alim Madrasah

আয়েশা

উপাধ্যক্ষ মহোদয়
রাজশাহী মহিলা আলিম মাদ্রাসা বোয়ালিয়া, রাজশাহী

গুরুর্তপূর্ন লিঙ্ক সমূহ

জরুরি হটলাইন


জরুরি হটলাইন