Nowhata Women's Degree College, Paba, Rajshahi Logo

অধ্যক্ষের বাণী

Principalবিসমিল্লাহির রহমানির রহিম। সুশিক্ষা দিতে পারে অনাবিল সমৃদ্ধ ভবিষ্যৎ। শিক্ষার সমন্বয়ে গড়ে ওঠে চেতনাসমৃদ্ধ আদর্শ মানবসম্পদ। মানুষের সৃজনশীল জ্ঞানদীপ্ত মনোভাবের সমন্বয়ে, মানব কল্যাণের অপার মহিমায় কালের পরিক্রমায় স্থাপিত রাজশাহী সিটি কর্পোরেশনে (বোয়ালিয়া থানাধীন) অবস্থিত রাজশাহী মহিলা আলিম মাদ্রাসা অসংখ্য শিক্ষানুরাগী মানুষের চেতনার দীপ্ত প্রখর জ্ঞানতরঙ্গের আবাসস্থল। অবহেলিত পশ্চাৎপদ নারী সমাজকে ধর্মীয় দ্বীনি শিক্ষায় আলোকিত করার লক্ষ্যে এবং নারী শিক্ষাকে ত্বরাম্বিত করার মহৎ উদ্দেশ্য নিয়েই রাজশাহী মহিলা আলিম মাদ্রাসার 1979 যাত্রা শুরু। প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে মানুষ এখন বুঝতে পেরেছে নারী শিক্ষার গুরুত্ব। দিন বদলের পালায় পুরনো ধ্যান-ধারণা, গোঁড়ামি, কুসংস্কারের খোলস থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে বর্তমান কালের নারী সমাজ। এ প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের মাধ্যমে বিশ্বমানের জ্ঞান সম্পন্ন দেশ প্রেমিক মানুষত্ব বোধ উদযাপিত দক্ষ নারী সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। গুণগত শিক্ষার মাধ্যমে নারী সমাজকে তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো এবং এর পরিপূর্ণ রূপায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। অত্র মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়নে একাডেমিক কাউন্সিল ও শিক্ষক পরিষদের পাশাপাশি নিয়মিত ভাবে শিক্ষার্থী-অভিভাবক মতবিনিময়ের মাধ্যমে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়। প্রযুক্তি নির্ভর শিক্ষার পাশাপাশি মাল্টিমিডিয়া ব্যবহারের মাধ্যমে ক্লাস গ্রহণের সুযোগ রয়েছে। মাদ্রাসায় শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা ও সাহিত্য-সাংস্কৃতিক কার্যক্রমসহ নানামূখী কর্মসূচি গ্রহণ করা হয়। বিভিন্ন বিষয়ে জ্ঞান চর্চার জন্য অত্র মাদ্রাসায় রয়েছে সমৃদ্ধ লাইব্রেরী। মাদ্রাসা চত্বর পরিচ্ছন্ন ও নান্দনিকতার স্পর্শে প্রতিটি অঙ্গকে করেছে অত্যন্ত সৌন্দর্য্যমণ্ডিত। শিক্ষার্থী এই মনোরম পরিবেশে ক্লাসমূখী হয়ে শিক্ষকদের সংস্পর্শ থেকে নিজেদেরকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে পারবে এ ব্যাপারে বদ্ধপরিকর। অত্র মাদ্রাসায় প্রতিবছর ভালো ফলাফলধারী শিক্ষার্থীদের বিশেষ পুরস্কার প্রদান করা হয়। অসংখ্য শিক্ষানুরাগী মানুষের ত্যাগের বিনিময়ে গড়ে ওঠা রাজশাহী মহিলা আলিম মাদ্রাসা শুধু বোয়ালিয়া উপজেলাধীন নয়, তথা সমগ্র রাজশাহী জেলায় একটি গর্বের প্রতিষ্ঠান। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা ও অবদানের মাধ্যমে অত্র মাদ্রাসা ভবিষ্যতে গৌরব দীপ্ত সাফল্যকে স্পর্শ করবে এটাই আমাদের প্রত্যাশা।

অধ্যক্ষ

মোহাম্মদ আব্দুল মজিদ

রাজশাহী মহিলা আলিম মাদ্রাসা

বোয়ালিয়া, রাজশাহী

Principal of Rajshahi Women's Alim Madrasah

আয়েশা

উপাধ্যক্ষ মহোদয়
রাজশাহী মহিলা আলিম মাদ্রাসা বোয়ালিয়া, রাজশাহী

গুরুর্তপূর্ন লিঙ্ক সমূহ

জরুরি হটলাইন


জরুরি হটলাইন